শস্যচিত্রে বঙ্গবন্ধু মাঠ পরিদর্শন করল গিনেজ বুক প্রতিনিধি দল

বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র হিসেবে গিনেজ বুক রেকর্ডে স্থান পেতে এখন বেকলই সময়ের অপেক্ষা। মঙ্গলবার (৯ মার্চ) গিনেজ প্রতিনিধিদল বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামের শস্যচিত্রে বঙ্গবন্ধু মাঠ পরিদর্শন শেষে এমনই আশার কথা জানালেন। পরিদর্শনে তারা সন্তোষ প্রকাশের পাশাপাশি জানিয়েছেন, তিন দিনের মধ্যে  গিনেজ বুক ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে তারা পরিদর্শন রিপোর্ট জমা দেবেন। সেখান থেকে আগামী সপ্তাহেই … পড়তে থাকুন শস্যচিত্রে বঙ্গবন্ধু মাঠ পরিদর্শন করল গিনেজ বুক প্রতিনিধি দল